
উচ্চ পদস্থ সাবেক সরকারি কর্মকর্তাদের চাকরি ও ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ চক্রের তিনজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম বিভাগ।
আটক ব্যক্তিরা হলেন- মো. সুজন ভূইয়া (৪৫), মো. আব্দুল কাদের (৫৫) ও হারুন অর রশিদ সাগর (৫২)।
বুধবার (২ জুন) ভোরে রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার দুপুরে সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘প্রতারক চক্রটি রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় অফিস ভাড়া নেয়। এরপর তারা অবসরপ্রাপ্ত সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা-যেমন সাবেক সচিব, অতিরিক্ত সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের চাকরির বিষয় আলাপের জন্য অফিসে ডাকে।’
তিনি বলেন, ‘ভুক্তভোগীরা অফিসে গেলে তাদেরকে সার্বক্ষণিক গাড়ি সুবিধাসহ উচ্চ বেতনে সম্মানজনক চাকরির প্রলোভন দেখায়। কিছুদিন পর গ্রেফতাররা তাদের ব্যবসায়িক অংশীদার হওয়ার প্রস্তাব দেয়। তারা তাদের প্রস্তাবে রাড়ি হয়ে বিভিন্ন ধাপে মূলধন বাবদ ১০ লাখ থেকে ৪০ লাখ টাকা বিনিয়োগ করলে প্রতারক চক্র সেই টাকা হাতে পাওয়ার পর পর অফিস বন্ধ করে পালিয়ে যায়। পরবর্তীতে তারা তাদের মোবাইল নম্বরও বন্ধ করে দেয়।’
চক্রের সদস্যরা এ কাজের জন্য অন্যের নামে রেজিস্ট্রি করা জাতীয় পরিচয়পত্র এবং ক্ষেত্রবিশেষে ছদ্মনাম ব্যবহার করেন বলেও জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান।
গ্রেফতারদের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হবে বলে জানায় সিআইডি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন