![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাহমুদা আকতার রেহেনা (৩৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
রেহেনা বগুড়া শহরের উপশহর স্নিগ্ধা আবাসিক এলাকার বাসিন্দা। বুধবার দিবাগত রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় (২ জুন) নতুন করে সুস্থ হয়েছেন ২৫ জন ও করোনায় আক্রান্ত ২০ জন। ১৩৪ নমুনার ফলাফলে নতুন করে ২০ জন করোনায় শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত ২০ জনের সকলেই জেলার সদরের বাসিন্দা। জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৩২৮জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু নিয়ে মোট সংখ্যা দাঁড়ালো ৩১৭জনে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২৫৯জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন