জয়পুরহাটে জামায়াতের জেলা আমীরসহ আটক- ৫ | Daily Chandni Bazar জয়পুরহাটে জামায়াতের জেলা আমীরসহ আটক- ৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জুন, ২০২১ ২৩:৪৭
জয়পুরহাটে জামায়াতের জেলা আমীরসহ আটক- ৫
জয়পুরহাট ব্যুরো:

জয়পুরহাটে জামায়াতের জেলা আমীরসহ আটক- ৫

গোপন বৈঠক চালাকালে জয়পুরহাটের কালাইয়ে জেলা জামায়াতে ইসলামীর আমীর সহ পাঁচজনকে আটক করেছে  পুলিশ। বুধবার  রাতে গোপন বৈঠক সময়  উপজেলা পাড়া থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, জামায়াতে জেলা আমির রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াত ইসলামীর আমীর মুনসুর রহমান (৪৭), সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৪৪),  সমাজসেবা সম্পাদক এবং কালাই টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের   অধ্যক্ষ মো.তাইফুল ইসলাম (৪৭), কালাই পৌর জামায়াতে ইসলামীর  আমীর মোজাফফর হোসেন (৪৭)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বুধবার  রাতে কালাই উপজেলাপাড়ার  জামায়াত ইসলামীর আমীর মুনসুর রহমানের বাড়িতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা একটি গোপন বৈঠকে বসেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জিহাদি বইসহ  তাদের আটক করা হয়।। পুলিশের ধারণা, তারা নাশকতামূলক কাজ করতে ওই বৈঠকে বসেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন