![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়া শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৫জুন) রাত পৌনে ১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের জনৈক আলম শেখের বাড়ীতে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৬৪০ টাকাসহ খেলার সামগ্রী উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের ঈমার আলীর ছেলে মো. আলম শেখ(৩০), মো. হকমালের ছেলে মো. আসমত আলী(৩০), আব্দুল আজিজের ছেলে মোঃ রেজাউল করিম, মৃত শামছু’র ছেলে মো. লাবলু (৪৫), আবু বকর সিদ্দিকের ছেলে মো. জুয়েল(২৭), মৃত শাহ আলীর ছেলে মো. সাইদুল ইসলাম (৩২), ও মোহাম্মদ ইব্রাহিম খানের ছেলে মো. গোলাম মোস্তফা (৩৮)।
পরদিন শনিবার আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শহিদুল ইসলাম জানিয়েছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন