৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন বৃহস্পতিবার | Daily Chandni Bazar ৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন বৃহস্পতিবার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ জুন, ২০২১ ১৫:৫২
৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন বৃহস্পতিবার
অনলাইন ডেস্ক

৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন বৃহস্পতিবার

দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হবে আগামী ১০ জুন (বৃহস্পতিবার)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর (মুজিববর্ষ) এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ জুন ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। ১০ জুন প্রাথমিকভাবে ৫০টির উদ্বোধন হবে।

এ উপলক্ষে বুধবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রেস ব্রিফিং করবে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন