করোনায় কোল ইন্ডিয়ার ৪০০ কর্মীর মৃত্যু | Daily Chandni Bazar করোনায় কোল ইন্ডিয়ার ৪০০ কর্মীর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুন, ২০২১ ১১:৫২
করোনায় কোল ইন্ডিয়ার ৪০০ কর্মীর মৃত্যু
অনলাইন ডেস্ক

করোনায় কোল ইন্ডিয়ার ৪০০ কর্মীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের সরকারি খাতের কয়লা উত্তোলন ও পরিশোধন কোম্পানি কোল ইন্ডিয়ার প্রায় ৪০০ কর্মীর মৃত্যু হয়েছে। তাই দেশটির সরকারের কাছে তাদের কর্মীদের সকলের জন্য টিকা দেয়ার আবেদন করেছে সংস্থাটি।

নরেন্দ্র মোদি সরকারের কাছে চিঠি লিখে ১০ লাখ টিকা দেয়ার জন্য আবেদন জানায় কোল ইন্ডিয়া।

এই প্রসঙ্গে কোল ইন্ডিয়ার শ্রমিক সংগঠন ‘অখিল ভারতীয় মজদুর সঙ্ঘ’র সাধারণ সম্পাদক সুধীর ঘুরদে বলেন, ‘সংস্থার উচিত বড় পরিসরে টিকা কর্মসূচি নিয়ে সব কর্মী ও তাদের পরিবারকে টিকা দেয়া। তবেই এই সমস্যা মিটবে।’

বর্তমানে কোল ইন্ডিয়ার কর্মীর সংখ্যা প্রায় দুই লাখ ৫৯ হাজার জন। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬৪ হাজার কর্মীকে টিকা দেয়া হয়েছে। লকডাউনের মধ্যেও কাজ করতে হয়েছে কোল ইন্ডিয়ার কর্মীদের। কারণ ভারতের বিদ্যুৎ উৎপাদনের ৭০ শতাংশই হয় কয়লা থেকে।

খবর : আনন্দবাজার

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন