
বগুড়ায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছে ২৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৪ জন। নতুন আক্রান্তদের বগুড়া সদর উপজেলার বাসিন্দা ২২ জন এবং অপরজন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
বুধবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় (৮জুন) ১৬০ নমুনা পরীক্ষায় ২৩ জন আক্রান্ত হয়েছে। মারা যাওয়া ব্যক্তি রাজশাহীর বোয়ালিয়া থানার। তিনি মঙ্গলবার রাতে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরো জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে ১৫৬টি নমুনা পরীক্ষায় ২২ জনের পজিটিভ হয়। আর টিএমএসএস মেডিকেলে ৪ নমুনায় ১ জনের পজিটিভ হয়। এ নিয়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪৪৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৮৯৮ জন। মোট মৃত্যু হয়েছে ৩২৩ জনের। এখন চিকিৎসাধীন রয়েছে ২২৮জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন