গোবিন্দগঞ্জ মরিচের বাম্পার ফলনে ও কৃষকের মাথায় হাত । | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জ মরিচের বাম্পার ফলনে ও কৃষকের মাথায় হাত । | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জুন, ২০২১ ২৩:২২
গোবিন্দগঞ্জ মরিচের বাম্পার ফলনে ও কৃষকের মাথায় হাত ।
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জ মরিচের বাম্পার ফলনে ও কৃষকের মাথায় হাত ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এবার কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও বাজার দরে তাদের মাথায় হাত পড়েছে। প্রতি মণ কাঁচা মরিচ বিক্রি হচ্ছে দুইশ’ টাকা দরে।

চলতি মৌসুমে আবহাওয়া উপযোগী থাকায় এ উপজেলায় কাঁচা মরিচের বাম্পার ফলন হলেও উৎপাদন খরচ উঠেছে না কৃষকের। মাঠ পরিচর্যা থেকে শুরু করে সার, মরিচ তোলা ও পরিবহন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। 
উপজেলার কামারদহ ইউনিয়নের মরিচ চাষী মেহেদুল ইসলাম জানান, বাজারে যে দাম পাচ্ছি, তাতে আমাদের ব্যাপক ক্ষতি হবে। এক কেজি মরিচ তুলতেই একজন লেবারকে কেজিতে দিতে হয় ৫ টাকা। এরপর হাটে নিতে পরিবহন খরচ ও হাটের জমাসহ খরচ উঠছে না। বাজারে এখন মরিচ ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
একই এলাকার কৃষক নুরুল মিয়া বলেন, মরিচের কেজি যদি ৫ টাকা হয়, তাইলে ক্যামনে মরিচ আবাদ করবো। এক কেজি মরিচ বিক্রি করে এক কাপ চা'র দাম হওয়া কষ্টকর! তাহলে সংসার চলবে কি করে? উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকেরা মরিচের দাম পাচ্ছে না বলেও মনে করেন তিনি।
বাজারের এমন অবস্থায় অনেকেই মরিচ চাষে আগ্রহ হারিয়ে ফেলছে। তবে অনেকের ধারণা এ দাম বেশি দিন থাকবে না। অচিরেই মরিচের ন্যায্য দাম পাবে চাষীরা।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন