বিজিবি সদস্যর বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট | Daily Chandni Bazar বিজিবি সদস্যর বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জুন, ২০২১ ২৩:৩০
বিজিবি সদস্যর বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

বিজিবি সদস্যর বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

গভীর রাতে বাড়ির বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পারুইল গ্রামের বিজিবি সদস্য নর-আলমের বাড়ি থেকে নগদ অর্থ, স্বার্ণালঙ্কার, শাড়ি-কাপড় ও প্রশাধনী সামগ্রী লুট করেছে দূর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি চুরির অভিযোগও করেছে ভুক্তভোগী পরিবার।

বিজিবি সদস্য নুর-আলম বলেন, রাতে আমি বাড়িতে না থাকায় বাড়ির বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বাক্স ভেঙে ৩ লক্ষ ১৭ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, শাড়ি-কাপড় ও লাগেজ থেকে প্রশাধনী সামগ্রী লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা। আমার মা-বাবা বৃদ্ধ হওয়ায় তাঁরা পাশের ঘরে ঘুমিয়ে ছিল। ভোরে ঘুম থেকে উঠে আমার মা-বাবা ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুঁটে আসে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ইউপি সদস্য মোনোয়ার হোসেন বলেন, রাতে ওই বিজিবি সদস্য বাড়িতে না থাকায় দূর্বৃত্তরা তাঁর বাড়ির গ্রিল কেটে টাকা, স্বর্ণালঙ্কার, শাড়ি-কাপড় ও প্রশাধনী সামগ্রী লুট করেছে বলে ধারনা করা হচ্ছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এঘটনায় থানায় একটি চুরির অভিযোগ হয়েছে। বিষয়টি যাচাই-বাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন