বগুড়ায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৩ জন। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৫৩৭ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৯৯৪ জন।
রোববার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় নতুন করে আবারো করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে। জেলায় গত ২৪ ঘন্টায় (১২ জুন) ১৫২ নমুনার ফলাফলে নতুন করে ২৩জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ২৬জন। নতুন আক্রান্তদের মধ্যে সদরের ১৯ জন, শেরপুর, ধুনট, কাহালু ও আদমদিঘিতে একজন করে।
১২ জুন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩৯টি নমুনায় ২০ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ১০ নমুনায় ৩ জনের পজিটিভ এসেছে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৫৩৭ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৯৯৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছ ৩২৭ জনের।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন