পশ্চিমবঙ্গে বিধিনিষেধের মেয়াদ ফের বাড়ল, বন্ধই থাকছে বাস-ট্রেন | Daily Chandni Bazar পশ্চিমবঙ্গে বিধিনিষেধের মেয়াদ ফের বাড়ল, বন্ধই থাকছে বাস-ট্রেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জুন, ২০২১ ১৯:২০
পশ্চিমবঙ্গে বিধিনিষেধের মেয়াদ ফের বাড়ল, বন্ধই থাকছে বাস-ট্রেন
অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে বিধিনিষেধের মেয়াদ ফের বাড়ল, বন্ধই থাকছে বাস-ট্রেন

ভারতের পশ্চিমবঙ্গে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১ জুলাই পর্যন্ত বাড়ানোরে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এর মাঝে ২৫ শতাংশ কর্মী নিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস চলবে।

সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার ও মুদির দোকান। এছাড়া বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্য দোকান ও শপিংমল, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত রেস্তোরাঁ, পানশালা, হোটেল খোলা থাকবে। তবে আপাতত লোকাল ট্রেন, মেট্রো ও বাস পরিষেবা বন্ধই থাকছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, টিকা নেয়া নাগরিকরা প্রাতঃভ্রমণসহ পার্কে ঢোকার অনুমতি পাবেন। এছাড়া স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটোর যাতায়াতে ছাড় দেয়া হয়েছে। শুটিং ইউনিটে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে। তবে বন্ধ থাকছে জিম, স্পা। জরুরি পরিষেবা ছাড়া বাড়ির বাইরে বের না হতে পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া শপিংমল খুলে দেয়া হলেও ৩০ শতাংশ লোক প্রবেশ করতে পারবেন। রেস্তোরাঁ, বার ও হোটেলে ৫০ শতাংশ ক্রেতাকে প্রবেশ করতে দেয়া যাবে।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন