জয়পুরহাটে শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টশন কর্মশালা | Daily Chandni Bazar জয়পুরহাটে শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টশন কর্মশালা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ জুন, ২০২১ ২৩:৪৫
জয়পুরহাটে শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টশন কর্মশালা
নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটে শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টশন কর্মশালা

জয়পুরহাটে শিশু ও নারী উন্নয়নে  সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)  শীর্ষক প্রকল্পের অধিনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহনে ওরিয়েন্টেশন  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন,সদর  উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায়, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।

কর্মশালায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ, পনেরটি জীবন তথ্য ও দশটি গুরুত্বপূর্ণ অভ্যাস, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নবন্ধন , মা ও শিশুর স্বা স্বাস্থ্য  পরিচর্রিযা, নিরাপদ মাতৃত্ব ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে পরামর্শ দেওয়া হয়।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন