ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তরুণের | Daily Chandni Bazar ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তরুণের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জুন, ২০২১ ১০:১৬
ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তরুণের
অনলাইন ডেস্ক

ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মো. তামিম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১১টার দিকে ফ্লাইওভারের জিইসি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. তামিম হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকার বাসিন্দা মো. শাহ আলমের ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় আহত এক তরুণকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন