বগুড়ায় ৩দিনে করোনায় জয়পুরহাট নওগাঁসহ ১১ মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় ৩দিনে করোনায় জয়পুরহাট নওগাঁসহ ১১ মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জুন, ২০২১ ২৩:৩৭
বগুড়ায় ৩দিনে করোনায় জয়পুরহাট নওগাঁসহ ১১ মৃত্যু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ৩দিনে করোনায় 
জয়পুরহাট নওগাঁসহ ১১ মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ ও জয়পুরহাট জেলা থেকে বগুড়ায় এসে ৩ ব্যক্তি চিকিৎসা নিয়েও শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার রাতে তিনজনই মারা গেছেন। আর বগুড়ার ১জন নিয়ে গত ২৪ ঘন্টায় বগুড়ায় মোট চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুন) সকালে  সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ১২ হাজার ৭৫৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১৩৫ জন। মোট মৃত্যু হয়েছে ৩৪০ জনের। এখন চিকিৎসাধীন রয়েছে ২৮২ জন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়েছে, সীমান্ত জেলা নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, নাটোর থেকে বগুড়ায় আসছেন করোনা আক্রান্তরা। চিকিৎসাও প্রদান করা হচ্ছে। কেউ কেউ সুস্থ্যও হয়ে যাচ্ছে। এরমধ্যে বৃহস্পতিবার দিনে ও রাতে মারা গেছেন মোট চারজন। মারা যাওয়ারা হলেন, টিএমএসএস হাসপাতালে নওগাঁ জেলার আব্দুর রউফ (৭৬), শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল নওগাঁ জেলার অজিত কুমার (৩০) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোছাঃ মাহফুজা (৬০) এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বগুড়া গাবতলী উপজেলার দুদু প্রামাণিক (৬৭)। এর আগে ১৭ জুন ৩জন এবং ১৬ জুন ৪জন করোনায় প্রাণ হারান। এ নিয়ে গত তিনদিনে বগুড়ায় ১১ জন প্রাণ হারালেন। 
শুক্রবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় (১৭জুন) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫৯ টি নমুনায় ৩৮ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫ টি নমুনায় ৪ জন পজিটিভ এসেছে। মোট ২৭৪টি নমুনার ফলাফলে সদরে ৪৯ জন, শিবগঞ্জে ২জন এবং কাহালুতে একজন করে আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও জয়পুরহাটের ৮৮টি নমুনায় ১৯ জন পজিটিভ হয়েছেন।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন