বগুড়ায় শনিবার রাত থেকে ১ সপ্তাহের লকডাউন: পৌরসভার আগাম সচেতনতামূলক প্রচারনা | Daily Chandni Bazar বগুড়ায় শনিবার রাত থেকে ১ সপ্তাহের লকডাউন: পৌরসভার আগাম সচেতনতামূলক প্রচারনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জুন, ২০২১ ২৩:৪৪
বগুড়ায় শনিবার রাত থেকে ১ সপ্তাহের লকডাউন: পৌরসভার আগাম সচেতনতামূলক প্রচারনা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় শনিবার রাত থেকে ১ সপ্তাহের লকডাউন:
পৌরসভার আগাম সচেতনতামূলক প্রচারনা

করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বগুড়াতে আবারো ১ সপ্তাহের কঠোর লকডাউন যা শুরু হবে শনিবার ১৯জুন রাত থেকে। লকডাউন হচ্ছে তাই সাধারণ জনগণকে আগাম অবগতকরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা থেকেই পুরো শহর জুড়ে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালাচ্ছে বগুড়া পৌরসভা।

এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ মুঠোফোনে জানান, বর্তমানে চলমান সরকারি নির্দেশনার পাশাপাশি এই লকডাউনে বগুড়াতে আপাদত ১ সপ্তাহের জন্যে সর্বত্র দোকান-পাট বন্ধসহ জরুরী সেবা গ্রহণ ছাড়া মানুষকে পুনরায় ঘরে থাকার নির্দেশনা দেয়া হবে। শুধু তাই নয় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণকরণসহ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হবে প্রশাসন। এ সম্পর্কিত প্রজ্ঞাপন বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবারেই জনস্বার্থে প্রচার করা হবে মর্মে জানান তিনি। তবে সংক্রমণের হার বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে মর্মে জানান তিনি।
এদিকে শহরজুড়ে আগাম প্রচারণা প্রসঙ্গে মুঠোফোনে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা’র সাথে কথা বললে তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় মানুষকে লকডাউনের বিষয়ে আগাম অবগতকরণের লক্ষ্যে শহরজুড়ে ইতিমধ্যেই পৌরসভার উদ্যোগে মাইকিং শুরু হয়েছে। হঠাৎ প্রজ্ঞাপন দিয়ে লকডাউন দিলে সাধারণ মানুষের নানাবিধ সমস্যা হতে পারে তাই তাদের আগাম জানাতেই এই মাইকিং করা হচ্ছে। একই সাথে স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে তিনি সকলকে নিজের ও নিজেদের পরিবারের স্বার্থে সকল নির্দেশনা মেনে করোনা প্রতিরোধে একজন সচেতন নাগরিকের পরিচয় দেয়ার আহ্বান জানান। 

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন