বগুড়ায় স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত ওয়ালটন প্রিমিও আরএক্স ৮ মিনি’র যাত্রা শুরু | Daily Chandni Bazar বগুড়ায় স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত ওয়ালটন প্রিমিও আরএক্স ৮ মিনি’র যাত্রা শুরু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ জুন, ২০২১ ২২:২৫
বগুড়ায় স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত ওয়ালটন প্রিমিও আরএক্স ৮ মিনি’র যাত্রা শুরু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত ওয়ালটন
প্রিমিও আরএক্স ৮ মিনি’র যাত্রা শুরু

বগুড়ায় দেশীয় উৎপাদিত মোবাইল ব্র্যান্ড ওয়ালটন বাংলাদেশের অন্যতম আকর্ষণ স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত প্রিমিও আরএক্স ৮ মিনি মডেল ফোনের যাত্রা শুরু হয়েছে। শনিবার সকালে টিএমএসএস মোবাইল মার্কেটে কেক কর্তনের মাধ্যমে ক্রেতাদের হাতে এই ফোন তুলে দেন সংশ্লিষ্টরা।

কেক কর্তন ও পূর্বে অর্ডার দেয়া ক্রেতাদের হাতে উপস্থিত থেকে এই ফোন তুলে দেন ওয়ালটন বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগীয় সেলস্ ম্যানেজার মেহেদী হাসান মৃদুল। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন মোবাইলের বগুড়া জেলা ডিস্ট্রিবিউটর ও জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, ওয়ালটনের এরিয়া ম্যানেজার আহসানুল বারী বাপ্পী, টিএসম মশিউর রহমান অনক, বগুড়ার মোবাইল ব্যবসায়ীগণ যথাক্রমে বিশ্বনাথ, আ: বাসেদ, আবু সাঈদ, রনি, ওয়ালটনের ডিস্ট্রিবিউশন ম্যানেজার আলতাফ হোসেন প্রমুখ। কেক কর্তন পরবর্তী উক্ত ফোনের বিষয়ে ক্রেতাদের অবগত করার জন্যে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে একটি র‌্যালীও করা হয়েছে। ওয়ালটন মোবাইলের বগুড়া জেলা ডিস্ট্রিবিউটর শেখর রায় জানান, এই প্রথম ওয়ালটন সবচেয়ে ভাল মানের স্ন্যাপড্রাগন প্রসেসরের এই মডেলটি বাজারে আনলো। শুধু তাই নয় দেশীয় এই ফোনে রয়েছে দীর্ঘসময় চলার মতো ব্যাটারি, ট্রিপল ক্যামেরা এবং গেমিং এর জন্যে সেরা প্রসেসর। দেশীয় পন্য হওয়ায় অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এটির দামও ক্রেতাদের হাতের নাগালে প্রিবুক করা ফোনগুলো ১০ হাজার ৯’শ ৯৯ টাকা দিয়ে হস্তান্তর করা হলেও এত ভাল ফিচারের এই ফোন বর্তমানে মাত্র ১১ হাজার ৯’শ ৯৯ টাকা দিয়েই পাওয়া যাবে। তিনি আরো জানান, স্বল্প মূল্যে এত ভাল মানের টেকসই ফোন পেয়ে ক্রেতারাও বেশ খুশি এবং এটির চাহিদাও রয়েছে ব্যাপক। তিনি সকলকে দেশের উন্নয়নের স্বার্থে নিশ্চিন্তে দেশীয় এই মডেলের ফোন ক্রয়ে সকলকে আহ্বান জানান।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন