রাজধানীতে স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা | Daily Chandni Bazar রাজধানীতে স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ জুন, ২০২১ ১৬:৪০
রাজধানীতে স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা
অনলাইন ডেস্ক

রাজধানীতে স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান বাগানবাড়ি এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে মারজানা আক্তার মাধুরী (৩১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৩ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। দুপুর পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের বোন রুমানা আক্তার বলেন, ‘কাজের সুবাদে আমার বোনের স্বামী মুন্সিগঞ্জে থাকেন। অনেকদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। বিভিন্ন সময় ফোনেও তাদের কথা-কাটাকাটি হতো। এর জেরে সে আত্মহত্যা করতে পারে।’

তিনি আরও বলেন, ‘সকাল ৭টার দিকে তাকে আমরা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খিলগাঁও থানায় খবর দেই। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রুমানা জানান, তার বোনের স্বামী মো. রাসেল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মুন্সিগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত। সাত বছরের ছেলেকে নিয়ে খিলগাঁওয়ে থাকতেন মাধুরী। তাদের গ্রামের বাড়িও মুন্সিগঞ্জে।

এ বিষয়ে খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই। পরে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’