![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়া সদরের নামুজায় দুই জন কৃষকের ফসল কর্তন ও চাঁদার দাবীতে চিঠি দিয়ে হুমকি প্রদান করার খবর পাওয়া গেছে। জানা যায়, নামুজা ইউনিয়নের ভান্ডারী পাড়া গ্রামের রহির উদ্দিনের পুত্র সাইফুল ও হবিবর রহমানের পত্তন নেওয়া গ্রামের দক্ষিণ পার্শ্বে মাঠের জমিতে লাগানো পেঁপের বাগানে গত (২৩ জুন) বুধবার দিবাগত রাতের আধাঁরে কে বা কাহারা বেশ কিছু পেঁপের গাছ কর্তন করে। এসময় পৃথক পৃথক ভাবে দুই বাগানের গাছের সঙ্গে হাতের লেখা ২০ হাজার টাকা চাঁদা দাবী করে দুই চিঠি পলেথিন দিয়ে বেঁধে রেখে যায়। চিঠিতে দেওয়া মোবাইল নম্বরে ফোন করলে বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন