সদরের ধাওয়াকোলা গ্রামে পূর্ব শক্রতার জেরে বিভিন্ন প্রজাতীর গকছ কর্তন, থানায় অভিযোগ | Daily Chandni Bazar সদরের ধাওয়াকোলা গ্রামে পূর্ব শক্রতার জেরে বিভিন্ন প্রজাতীর গকছ কর্তন, থানায় অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ২৩:১২
সদরের ধাওয়াকোলা গ্রামে পূর্ব শক্রতার জেরে বিভিন্ন প্রজাতীর গকছ কর্তন, থানায় অভিযোগ
মহাস্থান বগুড়া প্রতিনিধি

সদরের ধাওয়াকোলা গ্রামে পূর্ব শক্রতার জেরে বিভিন্ন প্রজাতীর গকছ কর্তন, থানায় অভিযোগ

 বগুড়া সদরের গোকুল ইউনিয়নের ধাওয়াকোলা গ্রামে পূর্ব শক্রতার জের ধরে বিভিন্ন প্রজাতির গাছ কর্তন, থানায় অভিযোগ। বগুড়া সদর থানার অভিযোগ সুত্রে জানা গেছে, সদরের বড় ধাওয়াকোলা গ্রামের মৃত কোবাত এর পুত্র আব্দুল বাছেদের বাড়ীর সামনে তার নিজস্ব জমিতে রোপনকৃত বিভিন্ন প্রজাতীর গাছ পূর্ব শক্রতার জের ধরে গত ২৪/৬/২১ ইং গভীর রাতে কে বা কেটে ফেলে। আব্দুল বাছেদ জানান, তার আপন ভাই  শাহজাহান আলী মধু ও তার ছেলেমেয়েরা ২৩/৬/২১ ইং তারিখে আমাকে গালাগালি করে মারপিট করে,  তারাই এধরনের ক্ষতি করতে পারে। আব্দুল বাছেদ বাদী হয়ে ২৪/৬/২১ ইং তারিখে তার ভাই শাহজাহান আলী মধু, ও তার ছেলে মেয়েদেরকে বিবাদী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। বিষয়টি সুষ্ঠ সমাধানের লক্ষে ভুক্তভোগী পরিবার প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তির সহযোগীতা কামনা করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন