শিবগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য করে কেজি স্কুল চালু রাখায় ১০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar শিবগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য করে কেজি স্কুল চালু রাখায় ১০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ জুন, ২০২১ ২৩:২০
শিবগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য করে কেজি স্কুল চালু রাখায় ১০ হাজার টাকা জরিমানা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য করে 
কেজি স্কুল চালু রাখায় ১০ হাজার টাকা জরিমানা

 বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চন্ডিহারা বাজারে ১টি স্কুল খোলা রাখায় ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা অপর ১টি স্কুলে অভিযান পরিচালনার আগেই কর্তৃপক্ষ স্কুলটি তালাবদ্ধ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 
সারাদেশে সরকারি ভাবে কোভিড-১৯ এর কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। করোনার ২য ঢেউ প্রকট আকার ধারণ করায় এবং ৩য় ঢেউয়ের ভয়াভয়তার আংশকায় ইতি মধ্যে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তে অবিচল রয়েছেন। কিন্তু সরকারের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে কমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুকির সম্ভাবনা দেখা দেওয়ার প্রবনতা থাকায় এলাকার সচেতন মহল ক্ষুদ্ধ হয়েছেন এবং অভিভাবকরা রয়েছেন সঙ্কার মধ্যে। এমতাবস্থায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা  ভাম্যমান আদালতের মাধ্যমে চন্ডিহারা বাজারে অবস্থিত আলোর মেলা কেজি স্কুলের কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা হয় এবং অপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিভা কেজি স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়। 
জানা যায়, কর্তৃপক্ষরা সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত চুপি চুপি স্কুল পরিচালনা করে আসছিল। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ২ শতাধিক কোমলমতি শিশুদের নিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কর্তৃপক্ষরা পরীক্ষা নিচ্ছিলেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, নির্মূল ও প্রতিরোধ) আইন ২০১৮ মূলে  কেজি স্কুল কর্তৃপক্ষের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ২টি স্কুলেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন