ভারতে আরও ৫১ হাজার আক্রান্ত | Daily Chandni Bazar ভারতে আরও ৫১ হাজার আক্রান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ জুন, ২০২১ ১০:৪৬
ভারতে আরও ৫১ হাজার আক্রান্ত
অনলাইন ডেস্ক

ভারতে আরও ৫১ হাজার আক্রান্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫০ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬৬৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ৪৪৫।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (২৫ জুন) এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের। এখন পর্যন্ত মোট মৃত্যু ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন