রাজশাহীতে আরও ২৯৯ জন করোনা পজিটিভ | Daily Chandni Bazar রাজশাহীতে আরও ২৯৯ জন করোনা পজিটিভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ জুন, ২০২১ ১১:০০
রাজশাহীতে আরও ২৯৯ জন করোনা পজিটিভ
অনলাইন ডেস্ক

রাজশাহীতে আরও ২৯৯ জন করোনা পজিটিভ

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭০৫টি নমুনা পরীক্ষায় ২৯৯ জন করোনা পজিটিভ হয়েছেন।

শুক্রবার (২৫ জুন) রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলায় করোনা সংক্রমণের হার ১৭ দশমিক ৫৪ শতাংশ। যা আগের চেয়ে এক দশমিক ৭১ শতাংশ কম।

রাজশাহী সিভিল সার্জন অফিস সূত্র জানায়, আরটিপিসিআর মেশিনে ৪০০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১১৯ জন। জেলার নয়টি উপজেলায় ৩৩৫ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্ত হন ৬৫ জন। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ৯৩৮ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় ৯৭ জন শনাক্ত হয়েছেন। আবার জিন এক্সপার্ট টেস্টে ৩২ জনের মধ্যে শনাক্ত হন ১৮ জন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭২ জনের নমুনা পরীক্ষায় ১২৮ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন