![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
প্রকাশিত : ২৬ জুন, ২০২১ ২২:৩৮
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক নিহত
ষ্টাফ রিপোর্টার
বগুড়ার সদর উপজেলার বাঘোপাড়া ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে হুমায়ন আহমেদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টায় দুর্ঘটনায় নিহত পিকআপ চালক হুমায়ন নারায়ণগঞ্জের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, শনিবার সকালে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া নামক স্থানে বগুড়া মুখি পিকআপ এর সঙ্গে রংপুর মুখি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক হুমায়ন মারা যান। পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ট্রাক ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন