বগুড়ায় করোনায় মৃত্যু ৩: আক্রান্ত ৫৬ | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় মৃত্যু ৩: আক্রান্ত ৫৬ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জুন, ২০২১ ২২:৪৭
বগুড়ায় করোনায় মৃত্যু ৩: আক্রান্ত ৫৬
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায়
মৃত্যু ৩: আক্রান্ত ৫৬

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৫৬জন। বগুড়ায় চিকিৎসা নিতে এসে মারা যাওয়া তিন ব্যক্তির মধ্যে দুইজন নওগাঁর ও অপরজন  জয়পুরহাট জেলার বাসিন্দা।

শনিবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান জানান, জেলায় গত ২৪ ঘন্টায় (২৫ জুন) ২৪৩ নমুনা পরীক্ষায় নতুন করে ৫৬জন করোনায় শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৬জন। নতুন আক্রান্ত ৫৬ জনের মধ্যে বগুড়া সদরে ৪১জন, শেরপুরে ৭জন, কাহালুতে ৩জন, সোনাতলায় ৩জন এবং নন্দীগ্রাম উপজেলায় ২জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩২টি নমুনায় ৫০ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১ নমুনায় ৬ জন করোনায় পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৩৩২ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৩৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু হলো ৩৭১ জনের। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ জেলার আব্বাস উদ্দিন (৭০) ও পারভীন বেগম (৫০) এবং জয়পুরহাট জেলার আসাদুজ্জামান (৬৫) মারা গেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন