নন্দীগ্রামে সহকারী কমিশনার(ভূমি) নুরুল ইসলাম করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar নন্দীগ্রামে সহকারী কমিশনার(ভূমি) নুরুল ইসলাম করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জুন, ২০২১ ২৩:০০
নন্দীগ্রামে সহকারী কমিশনার(ভূমি) নুরুল ইসলাম করোনায় আক্রান্ত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে সহকারী কমিশনার(ভূমি) নুরুল ইসলাম করোনায় আক্রান্ত

বগুড়ার নন্দীগ্রামে সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার পরিবারের সবার জ্বর ও সর্দি থাকায় গতকাল ২৬ জুন আমরা করোনা পরীক্ষার জন্য নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলাম। করোনা পরীক্ষায় আমার করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। পরিবারের অন্য সদস্যদের করোনা নেগেটিভ রেজাল্ট এসেছে। তিনি আরো জানান, এখন পর্যন্ত তার বড় ধরনের কোন শারীরিক সমস্যা নেই।নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন