বগুড়ায় চাঞ্চল্যকর শফিউল্লাহ হত্যা মামলায় জড়িত এক যুবক ঢাকা থেকে গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় চাঞ্চল্যকর শফিউল্লাহ হত্যা মামলায় জড়িত এক যুবক ঢাকা থেকে গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জুন, ২০২১ ২৩:২৫
বগুড়ায় চাঞ্চল্যকর শফিউল্লাহ হত্যা মামলায় জড়িত এক যুবক ঢাকা থেকে গ্রেফতার
মসলা কেনা নিয়ে বিবাদে এই হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় চাঞ্চল্যকর শফিউল্লাহ হত্যা মামলায়
জড়িত এক যুবক ঢাকা থেকে গ্রেফতার

বগুড়ার সদর উপজেলার মাটিডালি এলাকায় চাঞ্চল্যকর শফিউল্লাহ ইসলাম পিপলু হত্যা মামলায় তিন মাস পর গ্রেপ্তার পাভেল জিলাদার (২৩) নামে এক যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

শনিবার বগুড়া সদরের সঞ্জিতা ইসলামের আদালতে ওই যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আব্দুর রাজ্জাক মুঠোফোনে নিশ্চিত করেন। 
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ি ও জেলা গোয়েন্দা শাখার চৌকস একটি টিম ঢাকার হাতিরঝিল থেকে পাভেল কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পাভেল শহরের ধরমপুর এলাকার মৃত আইনুল জিলাদারের ছেলে। শনিবার আদালতে দেওয়া জবানবন্দিতে গ্রেফতার পাভেল জানায়, মসলা কেনা নিয়ে বিবাদের জেরে তিনি ও তার মহল্লার কিছু বন্ধুরা মিলে শফিউলকে হত্যা করেন। 
এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, গত এপ্রিল মাসের ১৪ তারিখ মঙ্গলবার রাত পৌণে ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় শফিউল ইসলাম (৩৫) মেইন রাস্তার সাথে নিজ বাড়ির উল্টো লাশে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার শিকার শফিউল শহরের রাজাবাজারে একটি মুদি দোকানে কাজ করতেন। পরের দিন নিহতের মা সুরাইয়া আক্তার পারুল বেওয়া বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন। 
সদর ওসি আরও জানান, প্রথমে বিষয়টি ক্লু লেস থাকলেও ঘটনার সাথে জুড়ে থাকা স্থানগুলোর সিসিটিভি ফুটেজ দেখে তারা নিশ্চিত হয় পাভেল এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তবে ঘটনার পর থেকে সে পলাতক থাকায় তারা তাকে গ্রেফতার করতে পারেনি। পরে শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। 
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, গ্রেফতার হওয়া পাভেল শনিবার আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পাশাপাশি পুলিশ ইতিমধ্যেই জড়িত বাকিদের নামও জানতে সক্ষম হয়েছে। তবে তদন্তে স্বার্থে তা এখন প্রকাশ করা যাচ্ছে না মর্মে জানান তিনি। তবে দ্রুততম সময়ে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে হত্যার সাথে জড়িত বাকি আসামীদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন