![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
প্রকাশিত : ২৭ জুন, ২০২১ ২৩:৩৯
বগুড়া শজিমেকের করোনা
ইউনিটের আইসিইউতে আগুন
ষ্টাফ রিপোর্টার
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে শজিমেকের তিনতলা ভবনের দোতলার আইসিইউতে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, দোতলর আইসিইউ ইউনিটে ২১৮ নং রুমে ৭জন করোনার রোগী চিকিৎসাধীন। সেখানে ৭ন্নগ বেড থেকে অক্সিজেনের হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোয়ার সৃষ্টি হলে হাসপাতালের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। তবে এতে কোন রোগীর ক্ষতি হয়নি।
বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে তাদের টিম পৌঁছায়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই হাসপাতালের লোকজন অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন