বগুড়ায় করোনায় মৃত্যু ৪: আক্রান্ত ১২৭ | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় মৃত্যু ৪: আক্রান্ত ১২৭ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুন, ২০২১ ২১:৪৩
বগুড়ায় করোনায় মৃত্যু ৪: আক্রান্ত ১২৭
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায়
মৃত্যু ৪: আক্রান্ত ১২৭

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু থামছে না। প্রতিদিনই এখন মৃত্যুর সংবাদ আসছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনায় মারা গেছেন ৪জন এবং আক্রান্ত হয়েছে ১২৭ জন। 

সোমবার বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় (২৭ জুন) বগুড়ায় নতুন করে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় ২৯ জুন জানানোর চেষ্টা করা হবে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, টিএমএসএস হাসপাতালে বগুড়ার সদরের জাকারিয়া (৪২), মোহাম্মদ আলী হাসপাতালে রেহানা খাতুন (৭০), কাহালু উপজেলার আব্দুল্লাহ (২৮)সহ দুই জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় মারা যান। করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২৭ জন ও সুস্থ হয়েছেন ৫১ জন। নতুন আক্রান্ত ১২৭জনের মধ্যে সদরের ৭৯ জন, আদমদীঘি ১২ জন, নন্দীগ্রামে ৮ জন, গাবতলীতে ৮ জন, শাজাহানপুরে ৮ জন, শিবগঞ্জে ৬ জন, ধুনটে ৪ জন, কাহালু ও দুপচাঁচিয়ায় একজন করে আক্রান্ত হয়েছেন। জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৫৬০ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৯২ জন। এছাড়া নতুন করে ৪ জনের মৃত্যু নিয়ে বেসরকারিভাবে মৃত্যুর সংখ্যা ৩৭৯ জন। আর সরকারিভাবে বলা হচ্ছে ৩৭৭ জন। জেলায় বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৮৯জন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন