![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
সামান্য বৃষ্টি হলেই দীর্ঘসময়ের জলাবদ্ধতা আর ভারী বর্ষণে হয় এক হাঁটু পানি সাথে রয়েছে সাপ ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও। আবার তীব্র রোদেও সবসময় স্যাঁতস্যাঁতে পরিবেশ, আয়রনমুক্ত সুপেয় পানির অপর্যাপ্ততাসহ লোকবল সংকট এমন নানা প্রতিবন্ধকতার মাঝেও সফলতার সাথে মানসম্মত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বগুড়া সদরের সাবগ্রাম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। কিন্তু কয়েক গ্রামের সেবাগ্রহীতাদের স্বার্থে এই কেন্দ্রের সকল সমস্যা দ্রুততম সময়ের মাঝে সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার উক্ত কেন্দ্রে সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, বিভিন্ন গ্রামের নানা শ্রেণীপেশার দরিদ্র নারী ও তাদের শিশুরা বেশ স্বাচ্ছন্দ্যের সাথে বিনামূল্যে গ্রহণ করছে চিকিৎসা সেবা আর পরিবারের সদস্যদের মতো আন্তরিক সেবা দিচ্ছেন কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা প্লাবনী রানী রায়। তার সাথে কথা বলে জানা যায়, করোনাকালীন এই সময়ের মাঝেও ২০২০ সালের আগষ্ট থেকে এখন পর্যন্ত এই কেন্দ্রে শুধুমাত্র নরমাল ডেলিভারী (এনভিডি) হয়েছে ১৬ জনের যাদের বয়স ছিল ১৮ থেকে ৩২ এবং অধিকাংশই দরিদ্র পরিবারের। শুধু তাই নয় নিয়মিত এখানে বিনামূল্যে প্রদান করা হচ্ছে নানা ধরণের সেবা যেমন, সকল বয়সী মানুষের জ¦র, সর্দি, কাশি, ডায়রিয়াসহ সাধারণ চিকিৎসা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা যার মাঝে রয়েছে গর্ভবতী সেবা, প্রসব ও প্রসবোত্তর সেবা, প্রজননতন্ত্র/যৌনবাহিত রোগের সেবা, নবজাতকের সেবাসহ সরকারি নির্দেশনা অনুযায়ী শিশুদের টিকাদান ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম। এছাড়াও প্রদান করা হচ্ছে পরিবার পরিকল্পনা সেবা যা প্রতিমাসে গ্রহণ করছেন অসংখ্য মানুষ।
স্থানীয় একজন সেবাগ্রহীতা মরিয়ম বেগমের সাথে কথা বললে তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগে তারা খুব ভাল স্বাস্থ্যসেবা পাচ্ছে এই কেন্দ্র থেকে। আবার স্যাটেলাইট কার্যক্রমের আওতায় এই কর্মকর্তারা নাকি প্রতিমাসে ৮ টি জায়গাতে নিজেরাই সব ওষুধ নিয়ে চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেয়। ঘরে বসেই স্বাস্থ্যসেবা পাচ্ছে তারা যে জন্যে তাদের অনেক উপকার হচ্ছে। তবে তিনি কেন্দ্রের এই সময়ে সময়ে হওয়া জলাবদ্ধতা ও স্যাঁতস্যাঁতে পরিবেশ ঠিক করার অনুরোধ জানান।
উক্ত কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রুপালী খাতুনের সাথে কথা বললে তিনি জানান, সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা সাধারণ মানুষদের আন্তরিক ও ভোগান্তিহীন সেবা দিতে তারা বদ্ধপরিকর। উক্ত কেন্দ্রে রয়েছে লেবার রুম, পোস্ট অপারেটিভ রুম, ২টি বেডসহ বিনামূল্যে ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের বিভিন্ন সামগ্রী। এছাড়াও রক্তচাপ, ওজন, ডায়াবেটিস, ইউরিন, হিমোগ্লোবিন পরীক্ষার সুবিধাসহ সরকার কর্তৃক প্রদানকৃত নানা স্বাস্থ্যসেবা যা গ্রহণে বেশ উপকৃত হচ্ছে হাজারো সেবাগ্রহীতা। কিন্তু মাঝে মাঝেই সৃষ্ট জলাবদ্ধতা, আয়রনমুক্ত সুপেয় পানির অপর্যাপ্ততা, একজন পিওন এবং নিরাপত্তা প্রহরীর সংকট যা সমাধান হলে তারা আরো সাবলীলভাবে সেবা প্রদান করতে সক্ষম হবে।
এ প্রসঙ্গে বগুড়া সদরের মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আব্দুল মান্নান মিয়ার সাথে কথা বললে তিনি জানান, উক্ত কেন্দ্রের অবকাঠামোগত এই সমস্যাগুলো সমাধানের বিষয়ে ইতিমধ্যেই তারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। দ্রুততম সময়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা সমাধানের আশ^াসও দিয়েছেন মর্মে জানান তিনি।
এদিকে বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমান সরকারের উদ্যোগ মানুষের দোরগোঁড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে করোনাকালীন সময়ের মাঝেও বগুড়ায় সার্বিকভাবে সমন্বিত সেবাপ্রদানে কোন ত্রুটি থাকবে না সেই লক্ষ্যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে সাবগ্রাম কেন্দ্রের ছোটবড় এই সমস্যাগুলো নিয়ে তিনি সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে দ্রুত সমাধানেরও আশ্বাস দেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন