আফগানিস্তানকে ‘যুদ্ধরত’ রেখেই বিদায় নিল সব জার্মান সেনা | Daily Chandni Bazar আফগানিস্তানকে ‘যুদ্ধরত’ রেখেই বিদায় নিল সব জার্মান সেনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ জুন, ২০২১ ১৬:০১
আফগানিস্তানকে ‘যুদ্ধরত’ রেখেই বিদায় নিল সব জার্মান সেনা
অনলাইন ডেস্ক

আফগানিস্তানকে ‘যুদ্ধরত’ রেখেই বিদায় নিল সব জার্মান সেনা

আফগানিস্তান যুদ্ধের পাট চুকিয়ে বিদায় নিল জার্মানির সব সেনা। তবে যে শান্তিপ্রতিষ্ঠার কথা বলে ২০ বছর আগে তারা অভিযান শুরু করেছিল, আফগানিস্তানকে আজ প্রায় সেই একই দশায় রেখেই বিদায় নিয়েছে জার্মান সৈন্যরা। এখনো এশীয় দেশটির একাংশ তালেবানের নিয়ন্ত্রণে, সেখানে প্রায় প্রতিদিনই বোমা বিস্ফোরণে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। এ অবস্থায় শুধু জার্মানিই নয়, যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটভুক্ত সব দেশই মাস তিনেকের মধ্যে সব সেনা প্রত্যাহার করতে পারে।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রায় ২০ বছর পর আফগানিস্তান থেকে তাদের সব সেনা ঘরে ফিরছে। এর মধ্য দিয়ে একটি ঐতিহাসিক অধ্যায় শেষ হলো। জার্মান সেনারা আফগানিস্তানে পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে কাজ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি।

জার্মান সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, আফগানিস্তানে আর একজনও জার্মান সেনা নেই। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

জানা যায়, আফগানিস্তানে সবমিলিয়ে জার্মানির ১ হাজার ১০০ জন সেনা ছিল। গত মে মাস থেকে তাদের প্রত্যাহারের কাজ শুরু হয়।

ডয়েচে ভেলের খবর অনুসারে, জার্মান সেনারা আফগানিস্তানে অভিযান শুরু করে ২০০২ সালের জানুয়ারিতে। মোটমাট দেড় লাখ জার্মান সেনা আফগানিস্তান গেছেন। এর মধ্যে অনেকে একাধিকবারও গেছেন। তাদের খরচ মেটাতে ব্যয় হয়েছে অন্তত ১ হাজার ২৫০ কোটি ইউরো। আফগানিস্তানে প্রায় দুই দশকের অভিযানে জার্মানির ৫৯ জন সেনা মারাও গেছেন।

জানা গেছে, বুধবার চারটি সামরিক বিমানে করে ৫৭০ জন সেনা জার্মানি পৌঁছাবেন। তারা যে শিবিরে ছিলেন তা ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন