নন্দীগ্রামে লকডাউনের প্রথম দিনে পথঘাট ফাঁকা, বিভিন্ন এলাকায় প্রশাসনের টহল | Daily Chandni Bazar নন্দীগ্রামে লকডাউনের প্রথম দিনে পথঘাট ফাঁকা, বিভিন্ন এলাকায় প্রশাসনের টহল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ২০:৪৯
নন্দীগ্রামে লকডাউনের প্রথম দিনে পথঘাট ফাঁকা, বিভিন্ন এলাকায় প্রশাসনের টহল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে লকডাউনের প্রথম দিনে পথঘাট ফাঁকা, বিভিন্ন এলাকায় প্রশাসনের টহল

সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে বগুড়ার নন্দীগ্রামে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এ লকডাউনকে আরো কার্যকর করছে বৃষ্টি। নন্দীগ্রামে আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর ফলে নন্দীগ্রামের পথঘাট ফাঁকা অবস্থায় রয়েছে। কাঁচাবাজার ও কিছু নিত্যপ্রয়োজনীয় দোকানপাট বাদে সবকিছুই বন্ধ রয়েছে। রাস্তায় কিছু অটোরিকশা, মোটরসাইকেল, ও জরুরি সেবার গাড়ি  চলাচল বাদে আর কোনো গণপরিবহন নেই। গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে যে লকডাউন এতে পুলিশের তৎপরতায় নন্দীগ্রামের গুরুত্বপূর্ন স্থান,সড়ক ও মোড় ফাঁকা রয়েছে। এছাড়া সেনা সদস্যদের টহল লক্ষ্য করা গেছে পৌর এলাকার সব রাস্তাঘাট একেবারেই ফাঁকা। মেডিসিন ও দু-একটা মুদিদোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ন স্থানে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। জরুরি কাজ থাকলে পুলিশ সদস্যরা তাকে দ্রæত কাজ শেষ করে ঘরে ফেরার নির্দেশনা দিচ্ছেন। কেবল জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানের পরিবহন চলাচল করতে পারছে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, কেউ অপ্রয়োজনে ঘরের বের হলেই তাঁদের জেরা করা হচ্ছে। দোকানপাট খোলার চেষ্টা করলে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। সরকার ঘোষিত বিধি নিষেধ পালনের জন্য নন্দীগ্রাম থানা পুলিশ মাঠে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, আমি উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখেছি আজকে মানুষ সরকারি সিদ্ধান্ত পালন করেছে। লকডাউনে সার্বিক পরিস্থিতি ভালো।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন