সবজি ক্ষেতে গাঁজার গাছ | Daily Chandni Bazar সবজি ক্ষেতে গাঁজার গাছ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ২০:৫২
সবজি ক্ষেতে গাঁজার গাছ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

সবজি ক্ষেতে গাঁজার গাছ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পলাশগড় কদমপাড়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে ৪৪ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধার করেছে ডিবি। সবজি ক্ষেতে গাঁজা চাষাবাদের অপরাধে গাঁজা চাষী শ্রী আরঞ্জন খালকো (৪০) আটক করেছে ডিবি। আটক হওয়া গাঁজা চাষী ধরঞ্জী ইউপির পলাশগড় কদমপাড়া গ্রামের শ্রী শাকলু খালকোর ছেলে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ধরঞ্জী ইউপি’র পলাশগড় কদমপাড়া এলাকার একটি সবজির ক্ষেত থেকে এই গাঁজার গাছটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি,ওসি) মো.শাহেদ আল মামুন বলেন, সীমান্তবর্তী পলাশগড় কদমপাড়া এলাকার একটি সবজি ক্ষেতে গাঁজার চাষবাদ করা হচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৪ কেজি ওজনের একটি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার গাছের মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন