অপরিচিতকে বাবা সাজিয়ে ভারতে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ | Daily Chandni Bazar অপরিচিতকে বাবা সাজিয়ে ভারতে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জুলাই, ২০২১ ১৭:৫২
অপরিচিতকে বাবা সাজিয়ে ভারতে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ
অনলাইন ডেস্ক

অপরিচিতকে বাবা সাজিয়ে ভারতে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ

অপরিচিত এক ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে ১০০ দিনের কাজ প্রকল্পের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ভারতের মুর্শিদাবাদের এক যুবকের বিরুদ্ধে। যাকে বাবা পরিচয় দিয়ে প্রতারণা চলছিল, তিনি ইতোমধ্যে এ বিষয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের এক কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, মুর্শিদাবাদের ফারাক্কার অর্জুনপুর গ্রামের বাসিন্দা অশোক রায়। অমিত ও সুমিত নামে তার দুটি ছেলে রয়েছে।

অভিযোগ উঠেছে, আজিমগঞ্জের বাসিন্দা সুব্রত রায় নিজেকে অশোক রায়ের ছেলে হিসেবে পরিচয় দেন। সেই নথির ভিত্তিতেই কাজ না করেও পঞ্চায়েত থেকে ২০১৭ সাল থেকে ১০০ দিনের কাজ প্রকল্পের অর্থ তুলছিলেন সুব্রত। এমনকি ভারত সরকারের সবার জন্য বাড়ি প্রকল্প ‘আবাস যোজনা’য় ঘর পেতে প্রয়োজনীয় কাগজপত্রও তৈরি হয়ে গিয়েছিল।

সম্প্রতি বিষয়টি জানতে পারেন অশোক রায়। এরপরই সুব্রত তার পরিবারের সদস্য নন- চিঠি দিয়ে তা বিডিওকে জানান।

এই প্রতারণাকাণ্ডের নেপথ্যে গ্রাম পঞ্চায়েতের ভিএলই শুভঙ্কর সরকারের যোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, তিনি প্রতারক সুব্রতর আত্মীয়।

এ ঘটনার সঙ্গে আর কে কে জড়িত, এদের উদ্দেশ্য কী তা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন অশোক রায়।

সূত্র: সংবাদ প্রতিদিন

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন