লকডাউন অমান্য: ভ্রাম্যমান আদালতে বগুড়ায় ৭১ জনের লক্ষাধিক টাকা জরিমানা | Daily Chandni Bazar লকডাউন অমান্য: ভ্রাম্যমান আদালতে বগুড়ায় ৭১ জনের লক্ষাধিক টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জুলাই, ২০২১ ০১:৩৬
লকডাউন অমান্য: ভ্রাম্যমান আদালতে বগুড়ায় ৭১ জনের লক্ষাধিক টাকা জরিমানা
ষ্টাফ রিপোর্টার

লকডাউন অমান্য: ভ্রাম্যমান আদালতে 
বগুড়ায় ৭১ জনের লক্ষাধিক টাকা জরিমানা

দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের ৫ম দিনে বগুড়ায় জেলাজুড়ে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত লকডাউন অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ৭১ জনকে ১ লক্ষ ৬ হাজার ৪’শ টাকা জরিমানা করা হয়েছে। শুধু জরিমানায় নয় দিনব্যাপী পরিচালিত হয়েছে ভ্রাম্যমান আদালতের কঠোর মনিটরিং কার্যক্রম।

সোমবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জি.এম রাশেদুল ইসলাম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হকের দিক-নির্দেশনায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণের নেতৃত্বে সোমবার সারাদিন ১৬টি পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, পুলিশ, বিজিবি এবং এপিবিএন এর সদস্যরা সহযোগিতা করেছেন। বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরাসহ বিভিন্ন অভিযোগে  ৭১টি মামলা দায়ের হয়েছে ভ্রাম্যমাণ আদালতে। এসব মামলায় ৭১ জনকে এক লাখ ৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, করোনার ভয়াবহতা সম্পর্কে এখনো সাধারণ মানুষের অনেকের মাঝেই সচেতনতার অভাব রয়েছে। বিনা প্রয়োজনে অযথা ঘোরাঘুরি করার লোকসংখ্যা এ জেলায় অনেক তাই দিনব্যাপী সাধারণ মানুষকে সচেতনতার কাজও করছেন তারা। 
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে মর্মেও জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন