বগুড়ায় বিজয় টেলিভিশনের প্রতিনিধি স্বরণের বাড়িতে হামলা | Daily Chandni Bazar বগুড়ায় বিজয় টেলিভিশনের প্রতিনিধি স্বরণের বাড়িতে হামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুলাই, ২০২১ ০২:২১
বগুড়ায় বিজয় টেলিভিশনের প্রতিনিধি স্বরণের বাড়িতে হামলা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বিজয় টেলিভিশনের প্রতিনিধি
স্বরণের বাড়িতে হামলা

বগুড়ায় বিজয় টেলিভিশনের প্রতিনিধি তানজিজুল ইসলাম স্বরনের বাড়িতে হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে বখাটেরা। বৃহস্পতিবার দুপুর ১টায় শহরের সেউজগাড়িতে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ দ্রুত পুলিশ পাঠালে বখাটেরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় সাংবাদিক স্বরণ সদর থানায় বিকেল আনুমানিক ৬ টায় ৩ বখাটের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন৷
সাংবাদিক স্বরন জানান , তার ফুপাতো বোনকে বখাটে সোভন দীর্ঘদিন ধরে উক্তত্য করে আসছিল। এজন্য তিনি তার বোনকে আইনী সহযোগিতা পেতে সাহায্য করেন৷ পরে এঘটনায় ক্ষিপ্ত হয়ে বখাটে শোভন তার বড় দুইভাই সুমন (৩৫) ও সুজন (৩২) কে নিয়ে সাংবাদিক স্বরনের বাড়িতে হামলা করে ও প্রাণনাশের হুমকি দেয়। 
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, তারা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে টিম পাঠিয়ে ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে। এঘটনায় সদর থানায় একটি লিখত অভিযোগ তারা পেয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন