খুলনায় করোনায় মারা গেলেন সাংবাদিক মোস্তফা কামাল | Daily Chandni Bazar খুলনায় করোনায় মারা গেলেন সাংবাদিক মোস্তফা কামাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুলাই, ২০২১ ০৯:১০
খুলনায় করোনায় মারা গেলেন সাংবাদিক মোস্তফা কামাল
অনলাইন ডেস্ক

খুলনায় করোনায় মারা গেলেন সাংবাদিক মোস্তফা কামাল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহম্মেদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

বৃহস্পতিবার (৮ জুলাই) দিবাগত রাত ২টায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

স্বজনরা জানান, তিনি গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। বাড়িতে অক্সিজেন নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার করোনার রিপোর্ট পাওয়া যায়।

এরপর দিবাগত গভীর রাতে অবস্থার অবনতি হলে প্রথমে মোস্তফা কামালকে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
২০১৬ সালের ১ জুন তিনি যুগান্তরে যোগদান করেন। এর আগে খুলনার আঞ্চলিক ও জাতীয় দৈনিকে কাজ করেছেন।

সাংবাদিক মোস্তফা কামালের বাড়ি নগরীর খালিশপুরের আলমনগর এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন