বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকারের মায়ের পরলোকগমন | Daily Chandni Bazar বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকারের মায়ের পরলোকগমন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ০১:৪৭
বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকারের মায়ের পরলোকগমন
খবর বিজ্ঞপ্তির

বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ 
নরেশ চন্দ্র সরকারের মায়ের পরলোকগমন

বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকারের মাতা গাইবান্ধার সাদুল্ল্যাপুরের স্বর্গীয় যতীশ চন্দ্র সরকারের সহধর্মিনী প্রভা রানী সরকার (রত্ন গর্ভা) গতকাল ১০ জুলাই ২০২১ ইং তারিখ শনিবার রাত ৯টা ৪০মিনিটে বার্ধক্যজনীত কারণে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেবার পথে পরলোকগমন করেছেন (ওঁ দিব্যাণ লোকা› স গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ২ কণ্যা, নাতি নাতনি, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নিজ বাড়ি গাইবান্ধার সাদুল্ল্যাপুরের কামারপাড়া হাটবামনী মহাশ্মশানে আজ ১১জুলাই রবিবার তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা জজ শীপের কর্মকর্তাবৃন্দ, বগুড়া জেলার পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ আব্দুল মতিন, জিপি এ্যাডঃ মইনুল হক, বগুড়া এ্যাডভোকেট বার সমিতির সভাপতি শফিকুল ইসলাম টুকু, সাধারণ স¤পাদক রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ জেলা কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও আরেকটি বিবৃতি তে শোক প্রকাশ করেছেন দৈনিক চাঁদনী বাজার পত্রিকার প্রকাশক ও স¤পাদক সুমনা রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা কমিটির সভাপতি দীলিপ কুমার দেব ও সাধারণ স¤পাদক সাগর কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি ডাঃ এন সি বাড়ই ও সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ, সম্প্রীতি বাংলাদেশ বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক এ্যাডঃ নরেশ মুখার্জ্জী, সংগঠনের সদস্য সচীব ডাঃ শফিক আমিন কাজল, ভবানীপুর মন্দির কমিটির পক্ষে অমৃতলাল সাহা, এটিএন নিউজের উত্তরাঞ্চীয় ব্যুরো প্রধান চপল সাহা, এ্যাড: বিনয় কুমার দাষ বিশু, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ডেপুটি ইউনিট চীফ বিধান চন্দ্র সিংহ, পত্রিকার স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখর রায়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন