বগুড়ায় নতুন পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী | Daily Chandni Bazar বগুড়ায় নতুন পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ০১:৫০
বগুড়ায় নতুন পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় নতুন পুলিশ
সুপার সুদীপ চক্রবর্তী

 বগুড়ায় নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীকে। একই সাথে জেলার 

বর্তমান পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) কে বরিশাল মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
রোববার রাষ্ট্রপতির আদেশেক্রমে উপ-সচিব ধনঞ্জয় দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে বিষয়টি জানানো হয়েছে। এই আদেশে মোট নয়জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয় যার মাঝে বগুড়াও রয়েছে।
রবিবার বিকেলে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বগুড়ার বর্তমান পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। তিনি বলেন, বগুড়াতে সফলতার সাথে নানা ইতিবাচক কাজ করার সুযোগ হয়েছে তার। দীর্ঘ সময় পুলিশ সুপার হিসেবে থাকাকালীন তিনি বগুড়ার সর্বসাধারণের নিকট হতে যে ভালবাসা ও পেশাগত কাজে সহযোগিতা পেয়েছেন এতে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন