বাংলাদেশ ক্লীন গ্রীন বগুড়া ইউনিটের উদ্যোগে ধুনটে পরিচ্ছন্ন কর্মসূচি পালিত | Daily Chandni Bazar বাংলাদেশ ক্লীন গ্রীন বগুড়া ইউনিটের উদ্যোগে ধুনটে পরিচ্ছন্ন কর্মসূচি পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ২২:২২
বাংলাদেশ ক্লীন গ্রীন বগুড়া ইউনিটের উদ্যোগে ধুনটে পরিচ্ছন্ন কর্মসূচি পালিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি

বাংলাদেশ ক্লীন গ্রীন বগুড়া ইউনিটের উদ্যোগে 
ধুনটে পরিচ্ছন্ন কর্মসূচি পালিত

বাংলাদেশ ক্লীন গ্রীন বগুড়া ইউনিটের উদ্যোগে ধুনট উপজেলার বেলকুচি গ্রামে প্রায় তিন কিলোমিটার রাস্তার পাশের ঝোপ ঝাড় পরিস্কার করা হয়েছে।

সেই সঙ্গে বেলকুচি সরঃপ্রাবি মাঠ প্রাঙ্গন এবং মসজিদে যাওয়ার রাস্তাও পরিস্কার করা হয়। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী দোকানদার ও অটোভ্যান, ইজিবাইক ও রিক্সা চালকদের মধ্যে মাস্ক বিতরণ করেন ক্লীন গ্রীন ইউনিটের সদস্যবৃন্দ।
মঙ্গলবার (১৩ জুলাই) ক্লীন গ্রীন বাংলাদেশ এর বগুড়া ইউনিটের প্রধান সমন্বয়ক শিক্ষিকা মোছাঃ ফৌজিয়া হক বীথির নেতৃত্বে এ পরিচ্ছন্ন কর্মসূচি পালিত হয়।  
এই কাজে আরো অংশগ্রহণ করেন সদস্য মোঃ রাজ্জাকুল কবির, প্লাবন আমিন, নিত্যানন্দ, হাসান মাহমুদ নয়ন, শরিফুল ইসলাম, চয়ন ইসলাম, বিজয় হাসান, রাশেদ বাবু, রাসেল মাহমুদ, বেল্লাল হোসেন, তুহিন, আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক, রুবেল, আনিছ প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন