উত্তর প্রদেশে পাঠ্যসূচি থেকে বাদ পড়ল রবীন্দ্রনাথের গল্প | Daily Chandni Bazar উত্তর প্রদেশে পাঠ্যসূচি থেকে বাদ পড়ল রবীন্দ্রনাথের গল্প | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১ ১০:২৭
উত্তর প্রদেশে পাঠ্যসূচি থেকে বাদ পড়ল রবীন্দ্রনাথের গল্প
অনলাইন ডেস্ক

উত্তর প্রদেশে পাঠ্যসূচি থেকে বাদ পড়ল রবীন্দ্রনাথের গল্প

ভারতে উত্তর প্রদেশ বোর্ডের দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ পড়ল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্পটি। চলতি বছর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে এনসিইআরটি’র সিলেবাস চালু করেছে যোগী সরকার। তা থেকে বাদ পড়েছে ‘ছুটি’ গল্পের ইংরেজি অনুবাদ ‘দ্য হোম কামিং’ এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের প্রবন্ধ ‘দ্য উইমেনস এডুকেশন’।

অন্যদিকে, কিছু দিন আগেই উত্তরপ্রদেশ সরকারের সুপারিশ অনুযায়ী চৌধুরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের পাঠ্যক্রমে রামদেবের বই ‘যোগ চিকিৎসা রহস্য’ এবং যোগী আদিত্যনাথের ‘হঠযোগ স্বরূপ এবং সাধনা’ অন্তর্ভুক্ত হয়েছে।

এ নিয়ে ভারতের ওই রাজ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এছাড়া দ্বাদশ শ্রেণির ইংরেজির সিলেবাস থেকে বাদ পড়েছে আরকে নারায়ণের গল্প ‘অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে’, মুকুল আনন্দের ‘দ্য লস্ট চাইল্ড’।

শেলির মতো কবির কবিতাও পড়ানো হবে না উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের। দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ পড়েছে সরোজিনী নায়ডুর কবিতা ‘দ্য ভিলেজ সং’ এবং রাজাগোপালাচারির রচনা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন