ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু | Daily Chandni Bazar ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১ ১০:৪২
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় নয়জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে মমেক করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রুবেল মিয়া (৬০), ফুলবাড়িয়ার ইমান আলী (৭২), ফুলপুরের জামিলা বেগম (৬৫), মুক্তাগাছার আব্দুল কাদের (৭০), জামালপুর সদর উপজেলার নবাব আলী (৭০), নেত্রকোনা সদর উপজেলার রোকেয়া বেগম (৬৭), কেন্দুয়ার সাথিয়া বেগম (৫৫), শেরপুর সদর উপজেলার সুলতানা (৬২) ও টাঙ্গাইল মধুপুরের আব্দুস সালাম (৭৬)।

অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রহিমা (৬০), আবু বক্কর (৫২), কুড়িগ্রামের তাইজুদ্দিন ও গাজীপুরের লিটন সরকার।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, মমেকের করোনা ইউনিটে ৪৪০ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৯৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮৫৪ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৩২ করোনা রোগী শনাক্ত হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন