![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেছে জয়পুরহাট জেলা পরিষদ। রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে আধুনিক জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক জুয়েলের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, করোনা আক্রান্ত রোগীর জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। । সরকারের পাশাপাশি দেশের সবাই কোভিডের ভয়াবহতা মোকাবিলায় এগিয়ে আসা উচিত।
এসময় সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী,জেলা পরিষদের প্রধান নির্বহী কর্মকর্তা আবুল হায়াত মোহাম্মদ রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন,জেলা জর্জ কোর্ট এর জিপি অ্যাড:মোমিন আহমেদ চৌ:, প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, জয়পুরহাট লাইব্রেরী অ্যান্ড ক্লাব এর সাধারণ সম্পাদক রাজা চৌ:,জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান টিটো,নাসিমা আক্তার ও হান্নান মিঠু প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য ও জেলা যুবলীগ এর সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন