জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত | Daily Chandni Bazar জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১ ২২:৪৭
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
জয়পুরহাট ব্যুরো

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটে বিপরীত দিক থেকে আসা  ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। তার নাম লাখু হোসেন (৩৮) এসময় আরেক আরোহী মামুন হোসেন(৪০) গুরুতর আহত হন।
 রবিবার (১৮ জুলাই) বিকেলে সদর উপজেলার বনখুর এলাকায় জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর জাহান  এ তথ্য  নিশ্চিত করেছেন। নিহত লাখু হোসেন নওগাঁ সদর উপজেলার চকদেব পাড়া গ্রামের বাসিন্দা।  আহত মামুন বদলগাছি উপজেলার চাংলাগ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে। 

(ওসি) আলমগীর জাহান জানান, বনখুর এলাকায় দ্রæতগ্রামী ট্রাকের  সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই লাখু হোসেনের মৃত্যু হয়।  এ ঘটনায় ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন