আফগানিস্তানে ঈদের নামাজের সময় রকেট হামলা | Daily Chandni Bazar আফগানিস্তানে ঈদের নামাজের সময় রকেট হামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ জুলাই, ২০২১ ১৬:৫৬
আফগানিস্তানে ঈদের নামাজের সময় রকেট হামলা
অনলাইন ডেস্ক

আফগানিস্তানে ঈদের নামাজের সময় রকেট হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদের নামাজ আদায়ের সময় প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার আল জাজিরা জানিয়েছে এ তথ্য।

দেশটির অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্ট্যানিকজাই জানিয়েছেন, প্যালেসের বাইরে তিনটি রকেট আঘাত করে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্যালেসের প্রাঙ্গণে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছিল। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানিও অংশ নেন এতে। বিস্ফোরণের শব্দ পেলেও নামাজ চালিয়ে যান তারা। পরে বাইরের এক পোডিয়াম থেকে ভাষণ দেন ঘানি।

তবে কারা এঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও সন্দেহের তীর তালেবানের দিকে।

তালেবান দাবি করছে দেশটির দুইশ জেলা এখন তাদের নিয়ন্ত্রণে। এদিকে, কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে অনুষ্ঠিত দু’দিনব্যাপী শান্তি আলোচনায় হতাশা প্রকাশ করেছে কাবুল। আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সরওয়ার দানিশ বলেছেন, দোহা বৈঠক থেকে সুস্পষ্ট কোনো ফল বেরিয়ে আসেনি। তবে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে দুই পক্ষ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন