হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ২ | Daily Chandni Bazar হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১ ১৪:৫৭
হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ২
অনলাইন ডেস্ক

হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি ম্যাক্সিকান রেস্টুরেন্টের বাইরে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি হোয়াইট হাউস থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরত্বে ঘটেছে, এমনটাই জানিয়েছে বিবিসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারী এই ব্যক্তি ২০টির বেশি গুলি চালায়। এরপর একটি কারে করে পালিয়ে যায় ম্যাক্সিকান রেস্টুরেন্টের ওই এলাকা থেকে।

পুলিশ বলছে, গুলিবিদ্ধ ২ জনের মধ্যে ১ জনকে টার্গেট করে থাকতে পারে ওই বন্দুকধারী। পুলিশ প্রধান রবার্ট কন্টি জানান, পুলিশ খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, কারণ এরকম ঘটনা পাশে আরেকটি জায়গায় ঘটতে পারে সন্দেহে অনুসন্ধান চালাচ্ছিলেন তারা।

ওয়াশিংটন ডিসির পুলিশ ডিপার্টমেন্টের অপরাধবিষয়ক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালের পর থেকে বন্দুক হামলার ঘটনা বেড়ে যায় দেশটিতে। ২০২১ সালে এরইমধ্যে এরকম ৪৭১টি ঘটনা ঘটেছে। এর আগের বছর ঘটে ৪৩৪টি হামলার ঘটনা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন