![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দুপচাঁচিয়া থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেসকো লিঃ সহ বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির, সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সনাতন চন্দ্র সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুজ্জাত আলী, উপজেলা আা’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদ্যুৎ কান্তি বসাক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, নেসকো লিঃ দুপচাঁচিয়ার নির্বাহী প্রকৌশলী মোছাদ্দেক কবির, সহকারী প্রকৌশলী গোলাম হোসেন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া এলাকার ডিজিএম মনোয়ারুল ইসলাম ফিরোজী, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান সহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ। পুষ্পমাল্য অর্পণ শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর ওপর ভার্চুয়াল পার্টফর্মের মাধ্যমে আলোটনা সভা অনুষ্ঠিত হয় এবং যুব উন্নয়ন ও উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বৃক্ষরোপন সহ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনায় বাদ যোহর সকল মসজিদে কোরআন তেলাওয়ান, দোয়া মাহফিল এবং অন্যান্য সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন