
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। সরকারি হিসেবে জেলায় করোনায় মোট মৃত্যু হলো ৫৯০ জনের। তবে করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড থাকলেও জেলার অনেকেই এখনো পুরোপুুরি স্বাস্থ্যবিধি মানছেন না। দিন যাচ্ছে আর বগুড়ায় করোনা পরিস্থিতি ভয়াভহতা বাড়ছে।
শুক্রবার দুপুরে বগুড়া সিভিল কার্যলয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক জানান, বগুড়ায় গত ২৪ ঘন্টায় জেলায় ৫১৩ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময়ে ১৩১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। নতুন ৯২ জনের মধ্যে সদরের ৫৯, শাজাহানপুরের ৮, সারিয়াকান্দির ৫, কাহালুর ৫, শেরপুরের ৪, শিবগঞ্জে ৩, আদমদীঘির ৩, ধুনটের ৩, দুপচাঁচিয়া ১ জন ও গাবতলীর উপজেলায় ১ জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৮২ নমুনায় ৫২ জন পজিটিভ হয়েছেন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ১০ নমুনায় ২ জনের এবং অ্যান্টিজেন পরীক্ষায় ১৮২ নমুনায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ নমুনায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্তের সংখ্যা ১৯ হাজার ৪৮৫ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬৩০ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৬৫ জন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিন জন। তারা হলেন, বগুড়া সদর উপজেলার আব্দুস সামাদ (৬০) ও সাখাওয়াত হোসেন (৪৮), শাজাহানপুরের মোছা: জাকিয়া (২৭), টিএমএসএস হাসপাতালে মারা গেছেন দুপচাঁচিয়ার হারুন অর রশিদ (৭১) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকলেজ হাসপাতালে মারা যান দুপচাঁচিয়ার মো: শাকের (৫০), ধুনটের দেলোয়ার হোসেন (৫৫) ও চাঁন মিয়া (৭০), কাহালু উপজেলার রতন আলী (৪০) ধুনটের সারিয়াকান্দির মমিনুল (৪৮), সোনাতলার জেবুন্নেসা (৬০)। এছাড়া সারিয়াকান্দির জরিনা (৬০) নিজ বাড়িতে মারা যান। জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৯০ জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন