বগুড়ায় অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী দিয়ে হাসি ফোঁটালেন স্টার্ট ফাউন্ডেশন | Daily Chandni Bazar বগুড়ায় অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী দিয়ে হাসি ফোঁটালেন স্টার্ট ফাউন্ডেশন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ আগস্ট, ২০২১ ২২:২৯
বগুড়ায় অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী দিয়ে হাসি ফোঁটালেন স্টার্ট ফাউন্ডেশন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী
দিয়ে হাসি ফোঁটালেন স্টার্ট ফাউন্ডেশন

 কোভিড-১৯ এর কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বগুড়ায় বিভিন্ন শ্রেণীপেশার প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুঁটিয়েছেন সেচ্ছাসেবী সংস্থা স্টার্ট ফাউন্ডেশন। সোমবার দুপুরে শহরের বকশিবাজার এলাকায় স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে এই বিতরণ করা হয়।

স্টার্ট ফাউন্ডেশন এর সভাপতি রবিউল আলম অশ্রু’র সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। এসময় তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে সরকারের পাশাপাশি সকলকেই মানবিকভাবে এগিয়ে আসতে হবে। সকলের সন্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই মহামারীকে আমাদের জয় করতে হবে। বগুড়ায় তারুণ্যের শক্তিতে যারা করোনা মোকাবেলায় সম্মুখসারিতে থেকে লড়াই করে যাচ্ছেন তাদের তিনি ভূয়সী প্রশংসা করেন এবং খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগের জন্যে তিনি স্টার্ট ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা লায়ন আতিকুর রহমান মিঠু, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় এবং বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি ও দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী আব্দুল আওয়াল, ফাউন্ডেশনের সহ-সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান খোকন, সদস্য মাহাবুব আলম জিওন, ডা: নাফিউজ্জামান রাজু, ওয়াহেদুর রহমান লিটন, অরুণ কুমার সাহাসহ ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল ইয়ূথ চেঞ্জ মেকার সংগঠনের বগুড়ার নেতৃবৃন্দ। খাদ্যসামগ্রীস্বরুপ প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ৩ কেজি চাল, ১কেজি আটা, ২কেজি আলু, হাফ কেজি ডাল, তেল, ১ টি সাবান এবং ৫ টি মাস্ক।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন