মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত ৪০ | Daily Chandni Bazar মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত ৪০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১ ১৫:১৬
মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত ৪০
অনলাইন ডেস্ক

মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত ৪০

আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে কয়েকটি গ্রামে হামলা চালিয়ে বন্দুকধারী বিদ্রোহীরা অন্তত ৪০ জনকে হত্যা করেছে।

দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, কয়েকটি গ্রামে বন্দুকধারীরা যা নড়তে দেখেছে তাতেই গুলি চালিয়েছে।

দেশটির নাইজার এবং বুরকিনা ফাসো সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় আইএসআইএল এবং আল কায়েদা সমর্থিত যোদ্ধারা সক্রিয়।

স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে বন্দুকধারীরা আসে। নিহতদের অধিকাংশই তাদের বাড়ির সামনে ছিলেন। বাকিরা মসজিদে যাচ্ছিলেন।

কোনো গ্রুপ এখনও হামলার দায় স্বীকার করেনি। মালির সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সুলেইমানি ডেমবেলে হামলার ঘটনা নিশ্চিত করা ছাড়া আর কিছু জানাননি।

দেশটির সেনাবাহিনী দুজন বিদ্রোহী নেতাকে গ্রেফতার করার দুই সপ্তাহ পরে এ হামলার ঘটনা ঘটল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন