চীনে কানাডার নাগরিককে দণ্ড দেয়ায় ট্রুডোর নিন্দা | Daily Chandni Bazar চীনে কানাডার নাগরিককে দণ্ড দেয়ায় ট্রুডোর নিন্দা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১ ১৮:১৫
চীনে কানাডার নাগরিককে দণ্ড দেয়ায় ট্রুডোর নিন্দা
অনলাইন ডেস্ক

চীনে কানাডার নাগরিককে দণ্ড দেয়ায় ট্রুডোর নিন্দা

চীনে গুপ্তরচরবৃত্তির অভিযোগে মাইকেল স্পাভোর নামে কানাডার এক ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, এটি অগ্রহণযোগ্য এবং অন্যায়। চীনের ডানডং শহরের একটি আদালত বুধবার এ রায় দেয়ার পর এক বিবৃতিতে এ মন্তব্য করলেন জাস্টিন ট্রুডো।

২০১৮ সালে মাইকেল স্পাভোর, সাবেক কূটনীতিক মাইকেল কোভরিগসহ আটক হন।

বুধবার চীনের ডানডং আদালতের প্রকাশিত এক বিবৃতি থেকে জানা যায়, গুপ্তরচরবৃত্তি এবং বিদেশি রাষ্ট্রের গোপনীয়তার বিধান লঙ্ঘন করায় মাইকেল স্পাভোরকে ১১ বছরের সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার ইয়েন মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার ভ্যানকুভারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের কর্মকর্তা মেং ওয়াংজুকে আটকের কয়েক দিনের মাথায় চীনে আটক হন কানাডার এই দুই নাগরিক। কানাডা এ ঘটনাকে বিচার বর্হিভূত বলে আখ্যা দেয় সে সময়। আর হুয়াওয়ে কর্মকর্তাকে আটকের প্রতিশোধ হিসেবে এই দুই ব্যক্তিকে আটকের কথা অস্বীকার করে চীন।

এদিকে, মঙ্গলবার মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে কানাডার আরেক নাগরিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছে চীনের অন্য একটি আদালত।
সূত্র: এনডিটিভি, এএফপি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন